ভারতের মুজাফ্ফরনগরের রিলিফ ক্যাম্পে অবশেষে ১১টি শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে উত্তর প্রদেশ সরকার। দাঙ্গা পরবর্তী সময়ে অব্যবস্থাপনার কারণে প্রচণ্ড ঠাণ্ডায় এসব শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
একটি অনানুষ্ঠানিক রিপোর্টে আবার দাবি করা হয়েছে ওই ক্যাম্পে ৩৬টির বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। গত আগস্ট-সেপ্টেম্বরের দিকে মুজাফ্ফরনগরের দুটি জেলাতে বর্ণবাদী দাঙ্গা ছড়িয়ে পড়ার পর এসব রিলিফ ক্যাম্প স্থাপন করা হয়েছিল। কর্মকর্তারা অবশ্য বলছেন আরো ছয় ব্যক্তির মৃত্যুর খবর খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে ওই দাঙ্গায় নিহতের সংখ্যা ৫০ জন ছাড়িয়ে গেছে। রিলিফ ক্যাম্পের অব্যবস্থাপনার বিষয়টি খতিয়ে দেখতে জনস্বার্থে একটি সামাজিক সংগঠন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করার পর রাজ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে রিলিফ ক্যাম্পে মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিক ভাবে স্বীকার করা হলো। আদালতের দায়ের করা পিটিশনে সামাজিক সংগঠনটি দাবি করেছে প্রয়োজনীয় সুবিধার অভাবে কমপক্ষ আটটি নবজাত শিশুর মৃত্যু ঘটেছে। রিলিফ ক্যাম্পে জন্ম সন্তান দেয়ার কারণেই এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে এতে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক ভাবে কর্তৃপক্ষ এবং ক্ষমতাসীন সমাজবাদী পার্টির নেতৃবৃন্দ এসব দাবি অস্বীকার করেছিল। এসব খবর প্রচার করে অস্থিরতা সৃষ্টির জন্যও তারা মিডিয়াকে দায়ী করেছিল। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কারণে কর্তৃপক্ষ প্রকৃত পরিস্থিতি সম্পর্কে স্বীকার করে। Recent News of WikiBangla ধূমকেতু নিউজ ম্যাগাজিন
রিলিফ ক্যাম্পে শিশু মৃত্যুর কথা স্বীকার
Posted by Unknown
Posted on 4:50 AM
with No comments
Written by : Nejam Kutubi - Describe about you

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::
0 comments:
Post a Comment