সিজদা পাওয়ার মত কেউ নেই কভূ
হে আল্লাহ্ ! তুমি ছাড়া
সুবিশাল ঐ পাহাড়ে তাইতো বহে
তোমার প্রেমে ঝরণা ধারা।
তোমার তাস্বীহ জপে গাছ-গাছালী
আকাশ বাতাস সবি,
তোমার নামেই নিত্য উঠে হেসে
পূর্বাকাশে উত্তপ্ত রবি।
হে রহমান! তুমিই তো বিছায়ে দিয়েছ
ধরাতে সবুজের গালিচা,
তোমার তাস্বীহ পড়ে তাই সারাক্ষণ
ঝাউ আর সেগুন বাগিচা,
হে খোদা! তোমার ইশারায় হল
রাত নিকট কালো,
যার মাঝে আছে মুক্তা সদৃশ তারকা
আর কামারের আলো।
হে বিচার দিবসের স্বামী! আমি তোমার
অতি নগন্য এক বান্দাহ্,
তোমার রহমের বারিতে ধুয়ে দাও
আমার সকল গুনাহ্।
Recent News of WikiBangla ধূমকেতু নিউজ ম্যাগাজিন
মুনাজাত ।। নাহিদা ইয়াসমিন নুশরাত
Posted by Unknown
Posted on 3:06 PM
with No comments
Written by : Nejam Kutubi - Describe about you

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::
0 comments:
Post a Comment